• লক্ষ্য এবং উদ্দেশ্য
  • শহর তোমার কদর কেন? গ্রাম আছে তাই,

    জ্ঞান বাড়াতে শিক্ষা ভবন গ্রামে থাকা চাই।

    লক্ষ্য ও উদ্দেশ্য: গ্রামের কতিপয় ধনাঢ্য ব্যক্তিবর্গের সন্তান ব্যতীত সহজ সরলমনা মধ্যবিত্ত বা দরিদ্র ব্যাক্তিদের ছেলে মেয়েদের মধ্যে শিক্ষার আলো পৌছানো খুবই কষ্টসাধ্য ছিল। এতদাঞ্চলে কোন মাধ্যমিক বিদ্যালয় ছিলনা। শিক্ষার্জনের জন্য মাধ্যমিক পর্যায়ে যেতে হত প্রতাপনগর থেকে ৪০ কিলোমিটার পশ্চিমে নলতা মাধ্যমিক বিদ্যালয়ে যা অধিকাংশ অভিভাবকদের পক্ষে অসম্ভব ছিল।

    তাই তৎকালীন শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের সমন্বয়ে স্থাপিত হয়। ইউনাইটেড একাডেমী, প্রতাপনগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। তারপর দুই বছর পর মাধ্যমিক পর্যায়ে স্বীকৃতি পেয়ে ১৯৬৫ সালে এই বিদ্যাপিঠ থেকে এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা অংশগ্রহন করার সুযোগ পায়। শুধুমাত্র গ্রামাঞ্চলে শিক্ষার আলো পৌছানোর জন্যই এই প্রতিষ্ঠানটি এখনও দন্ডায়মান আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। কারন, এই প্রতিষ্ঠানের অনেক প্রাক্তন ছাত্র-ছাত্রী বর্তমানে প্রশাসনিক পদে অধিষ্ঠিত আছে, অনেকে বহিবিশ্বেও কর্মরত আছে।

    বলা যেতে পারে এই ইউনিয়নের প্রানকেন্দ্রে অবস্থিত প্রতিষষ্ঠানটি যেন সকলের হৃদয় স্পর্শ করে আছে।  সকলেই এটার মঙ্গল কামনায় সার্বক্ষনিক চেষ্টা করে যাচ্ছে।

    • সভাপতির বাণী
  • অধ্যক্ষ মো: মুজিবুর রহমান
    বিস্তারিত
    • প্রধান শিক্ষকের বাণী
  • জয়দেব কুমার দাশ
    বিস্তারিত
    • অফিসিয়াল ফেইসবুক
    • ভিডিও
    • এডমিন লগইন
    All Right Reserved @ 2023. Design & Developed by MR Technology