• প্রতিষ্ঠান সম্পর্কে
  • সম্মিলিত প্রচেষ্টায় গঠিত দক্ষিণ অঞ্চলের নিভৃত অজ পাড়াগায়ে ১০ নং প্রতাপনগর ইউনিয়নের প্রানকেন্দ্রে অবস্থিত, কতিপয় সূধীজনদের অক্লান্ত প্রচেষ্টায় ১৯৬২ সালে স্থাপিত এই বিদ্যাপীঠ, প্রতিষ্ঠানটির নাম ইউনাইটেড একাডেমী, প্রতাপনগর। ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠটি উপজেলা সদর থেকে ৩২ কিলোমিটা দক্ষিণে অবস্থিত। সম্মানিত শ্রদ্বেয় স্যার প্রয়াত জনাব মুশাররফ হুসাইন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। তাকে জানাই স্বশ্রদ্ধেয় প্রনাম। সেই সংগে অন্যান্য শিক্ষাগুরু যারা আমাদের মাঝে নেই তাদের রুহের মাগফিরাত কামনা করি।

    * দাতাবৃন্দ: যাদের জমিদানের উপর নির্ভর করছে এই শিক্ষাঙ্গন গড়ে ওঠার সৌভাগ্য; তারা সবাই যেনো জান্নাতবাসী হন। তাদের উত্তরসূরীদের জন্য সার্বিক সহযোগিতার দ্বার খোলা রইল।

    * সম্মানিত সকল বর্তমানে কর্মরত শিক্ষকমন্ডলী: এই বিদ্যাপীঠের সকল শিক্ষকমন্ডলী আপ্রান প্রচেষ্টায় স্ব-স্ব বিষয়ে শিক্ষার্থীদের জ্ঞান দান করেন। তাদের এই মহানুভবতা যেন চিরদিন বজায় থাকে। আমি সকলের দীর্ঘায়ূ কামনা করি।

    * অভিভাবক বৃন্দ: সাধারণ বেশভুষা, সরলমনা, শিক্ষক দরদী অভিভাবকবৃন্দ সর্বদা শিক্ষক মন্ডলীর প্রতি সদয় থাকেন। তারা শিক্ষকদের কথা যথাযথভাবে মান্য করে সন্তান সন্তুতির মানুষ গড়ার কারিগর হিসেবে মনে ঠাই দেন।

    * স্নেহের শিক্ষার্থীবৃন্দ: পিতামাতার হাত ধরে চলে আসে বিদ্যা অর্জনের জন্য এই বিদ্যাপীঠে। ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখে এদিক ওদিক। তারপর ধীরে ধীরে মিশে যায় অন্যান্য ভাই বোনদের সাথে। নির্ধারিত পোশাক পরে সমাবেশের মাঠে যখন তারা দাড়ায় মনে হয় যেনো একই বৃন্তে গাথা এই পুষ্পরাজী। ৫টি বছর অধ্যয়ন শেষে অশ্রুভারাক্রান্ত মন নিয়ে যখন তারা বিদায় নেয়, তখন মনে খুবই দুর্বলতা অনুভত হয়। তারপর মাধ্যমিক পরীক্ষায় উচ্চতর ফলাফল নিয়ে তাদের হাসিমুখে পদার্পনের ফলে শিক্ষক ও অভিভাবকদের মন আনন্দে ভরে ওঠে। এ যেন এক মহানন্দ ঘন মুহুর্ত, যা শুধু অনুভবযোগ্য, বর্ননাযোগ্য নয়।

    * সর্বপরি এই বিদ্যাপীঠের গুনগান গেয়ে শেষ করা কষ্টসাধ্য। ছোট্ট পরিসরে চারটি কথা লিখলাম, ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।

    জয়দেব কুমার দাশ

    প্রধান শিক্ষক

    ইউনাইটেড একাডেমী, প্রতাপনগর

    আশাশুনি, সাতক্ষীরা।

    মোবাইল নং- ০১৭১৫৯৫১৫৮৩

     

    • সভাপতির বাণী
  • অধ্যক্ষ মো: মুজিবুর রহমান
    বিস্তারিত
    • প্রধান শিক্ষকের বাণী
  • জয়দেব কুমার দাশ
    বিস্তারিত
    • অফিসিয়াল ফেইসবুক
    • ভিডিও
    • এডমিন লগইন
    All Right Reserved @ 2023. Design & Developed by MR Technology