- প্রতিষ্ঠান সম্পর্কে
সম্মিলিত প্রচেষ্টায় গঠিত দক্ষিণ অঞ্চলের নিভৃত অজ পাড়াগায়ে ১০ নং প্রতাপনগর ইউনিয়নের প্রানকেন্দ্রে অবস্থিত, কতিপয় সূধীজনদের অক্লান্ত প্রচেষ্টায় ১৯৬২ সালে স্থাপিত এই বিদ্যাপীঠ, প্রতিষ্ঠানটির নাম ইউনাইটেড একাডেমী, প্রতাপনগর। ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠটি উপজেলা সদর থেকে ৩২ কিলোমিটা দক্ষিণে অবস্থিত। সম্মানিত শ্রদ্বেয় স্যার প্রয়াত জনাব মুশাররফ হুসাইন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক। তাকে জানাই স্বশ্রদ্ধেয় প্রনাম। সেই সংগে অন্যান্য শিক্ষাগুরু যারা আমাদের মাঝে নেই তাদের রুহের মাগফিরাত কামনা করি।
* দাতাবৃন্দ: যাদের জমিদানের উপর নির্ভর করছে এই শিক্ষাঙ্গন গড়ে ওঠ
আমাদের সম্পর্কে
প্রশাসনিক তথ্য
শিক্ষক ও কর্মচারী
একাডেমিক তথ্য
পরীক্ষার তথ্য
ফলাফল
গ্যালরি
অন্যান্য
- প্রতিষ্ঠানের গুগল ম্যাপ
ইউনাইটেড একাডেমী, প্রতাপনগর

